Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুন ২০২১

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: ওয়াক্‌ফ কী?

উত্তর:  ওয়াক্‌ফ অধ্যাদেশ ১৯৬২ এর ধারা-২ (১০) এ বলা হয়েছে ‘ওয়াক্‌ফ বলিতে ইসলাম ধর্মাবলম্বী কোন ব্যক্তি কর্তৃক মুসলিম আইনে স্বীকৃত পূণ্য, ধর্মীয় বা দাতব্য কোন উদ্দেশ্যে কোন অস্থাবর বা স্থাবর সম্পত্তির স্থায়ী উৎসর্গীকরণ বুঝায় এবং ইহার অন্তর্ভুক্ত হইবে উপরে বর্ণিত উদ্দেশ্যে অন্য যে কোন উৎসর্গ  বা অনুদান, ব্যবহার সূত্রে ওয়াক্ফ এবং অমুসলিম কর্তৃক সৃষ্ট ওয়াক্‌ফ’।

 

প্রশ্ন: ওয়াক্‌ফ এস্টেট কী?

উত্তর: ওয়াক্‌ফ অধ্যাদেশ ১৯৬২ এর ধারা-২ (১১).ক এ বলা হয়েছে ‘ ওয়াক্‌ফ এস্টেট বলিতে সামগ্রিকভাবে (সম্পূর্ণরূপে) স্থাবর সম্পত্তি, যত দূর সম্ভব (as well as), অস্থাবর সম্পত্তি, যাহা একটি দলিল মূলে ওয়াক্‌ফ করা  হইয়াছে; এবং কোন ওয়াক্‌ফ সম্পত্তি ওয়াক্‌ফ এস্টেটের পদবাচ্য হইবে না যদি উহা কেবল মাত্র অস্থাবর সম্পত্তি দ্বারা সৃষ্ট হয়’।

 

প্রশ্ন: ওয়াকিফ কি?

উত্তর: ওয়াকিফ অর্থ ওয়াক্‌ফ সৃষ্টিকারী যে কোন ব্যক্তি।

 

প্রশ্ন: ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত ওয়াক্‌ফ এস্টেট এর সংখ্যা।

উত্তর: তালিকাভুক্ত ওয়াক্‌ফ  এস্টেটের সংখ্যা ১৬৪০৭ টি। ওয়াক্‌ফ সম্পত্তি তালিকাভুক্তিকরণ একটি চলমান প্রক্রিয়া এবং তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। 

 

প্রশ্ন: বিভাগ ওয়ারী তালিকাভুক্ত ওয়াক্‌ফ এস্টেট সংখ্যা

উত্তর: 

বিভাগ তালিকাভুক্ত ওয়াক্‌ফ এস্টেটের সংখ্যা
ঢাকা বিভাগ ৩৭৮২ টি
ময়মনসিংহ ৫০০ টি
চট্টগ্রাম ৫২২১ টি
সিলেট ৫৬৪ টি
বরিশাল ২১৪৪ টি
খুলনা ৪৫০ টি
রাজশাহী ২২৫৭ টি
রংপুর ১৪৮৯ টি

 

প্রশ্ন: দেশব্যপী ওয়াক্‌ফ সম্পত্তির উপর কোন জরিপ পরিচালিত হয়েছিল?  জরিপে প্রাপ্ত ওয়াক্‌ফ এস্টেটের সংখ্যা?

উত্তর: ২০১১-২০১২ অর্থবছরে ওয়াক্‌ফ প্রশাসন হতে সারা বাংলাদেশের ওয়াক্‌ফ সম্পত্তির জরিপ কার্যক্রম সম্পন্ন হয়।  জরিপে সর্বমোট ১,৩৮,০০০ টি (তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত) ওয়াক্‌ফ এস্টেটের তথ্য সংগ্রহ করা হয়। 

 

প্রশ্ন: ওয়াক্‌ফ প্রশাসন বা ওয়াক্‌ফ এস্টেট সংক্রান্ত কতটি মামলা চলমান রয়েছে এবং মামলার ধরনসমূহ কী?

উত্তর: উচ্চ আদালত এবং নিম্ন আদালতে বিভিন্ন ধরনের (সিপিএলএ, রীট, দেওয়ানী, ফৌজদারী ইত্যাদি) ১৪৬টি মামলা বিচারাধীন আছে।

 

প্রশ্ন: বেদখলকৃত  ওয়াক্‌ফ এস্টেটের সংখ্যা ও জায়গার পরিমান কত?

উত্তর: 

 

প্রশ্ন: ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ে অনুমোদিত জনবল সংখ্যা?

উত্তর: ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ের অনুমোদিত জনবল সংখ্যা ১২৫ জন। ৩৮ টি আঞ্চলিক কার্যালয় ১জন পরিদর্শক/ হিসাব নিরীক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। জেলা কার্যালয়ের বিস্তারিত জানতে ক্লিক করুন।