Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৪

উদ্দেশ্য ও কার্যাবলী

১৯৬২ সালের ওয়াক্ফ অধ্যাদেশ মোতাবেক বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের গুরম্নত্বপূর্ণ কার্যাবলীঃ

ওয়াক্ফ প্রশসানের নিয়মিত কার্যক্রম

  • ওয়াক্‌ফ সম্পত্তি তালিকাভুক্তকরণ।
  • ওয়াক্ফ সম্পত্তির প্রকৃতি ও পরিমাণ নির্ধারণ, হিসাব, রিটার্ন ও তথ্য সংগ্রহ;
  • ওয়াক্ফের উদ্দেশ্য ও কল্যাণকর কার্যাদিতে সম্পত্তি ও এর আয়ের ব্যবহার নিশ্চিতকরণ;
  • ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে নির্দেশনা প্রদান;
  • ওয়াক্ফ দলিলে মুতাওয়াল্লীর পারিশ্রমিকের উল্লেখ না থাকলে পারিশ্রমিক নির্ধারণ;
  • ওয়াক্ফ সম্পত্তি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণে প্রাপ্ত অর্থ বিনিয়োগের জন্য নির্দেশ প্রদান;
  • মোতাওয়ালস্নীর বেআইনী কার্যকলাপের জন্য তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ;
  • ওয়াক্ফ সম্পত্তি হতে অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদ করা;
  • কোন সম্পত্তি ওয়াক্ফ কিনা এ সম্পর্কে সিদ্ধান্ত প্রদান;
  • বিচারাধীন মামলা মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা, পরিচালনা ও তদারকি করা, এবং ওয়াক্ফের যথাযথ নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ।

 

সংস্থা কর্তৃক সেবামূলক কার্যক্রম

  • ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও দাতব্য কার্যক্রমের জন্য প্রয়োজনানুযায়ী অনুদান প্রদান করা হয়ে থাকে।
  • সংস্থার নিয়ন্ত্রণাধীন মিরপুরস্থ হযরত শাহ্ আলী বাগদাদী (র:) জেনারেল হাসপাতাল বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
  • হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ দেশের ইউনানী চিকিৎসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
  • তাছাড়া হাজীগঞ্জ বড় মসজিদ ওয়াক্ফ এস্টেট, চাঁদপুর, হাজী গোলাম রসুল সওদাগর ওয়াক্ফ এস্টেট, চট্টগ্রাম; পাগলা মসজিদ ওয়াক্ফ এস্টেট, কিশোরগঞ্জসহ দেশের বড় বড় ওয়াক্ফ এস্টেটগুলো ধর্মীয় শিক্ষাসহ লিলস্ন­াহ খাতে অর্থ ব্যয় করছে।