মুঃ আঃ হামিদ জমাদ্দার (৫৭৪৬)
সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনাব মুঃ আঃ হামিদ জমাদ্দার ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এস.এস. (সম্মান) ও এম.এস.এস. ডিগ্রী অর্জন করেন। ০৬ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে ধর্ম র্বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেন।
তিনি ০১ এপ্রিল ১৯৯৩ খ্রিষ্টাব্দ তারিখে বি.সি.এস. (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের সদস্য হিসাবে সরকারী চাকরিতে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার হিসাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় প্রথম যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর ও কিশোরগঞ্জ এবং সহকারী কমিশনার (ভূমি) হিসাবে শরীয়তপুর সদর ও গোপালগঞ্জ সদরে কর্মরত ছিলেন। তিনি নেজারত ডেপুটি কালেক্টর হিসাবে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরে দায়িত্বরত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি জামালপুরের সরিষাবাড়ী এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সিনিয়র সহকারী সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিচালক, সিভিল এভিয়েশন অথরিটি হিসাবে কাজ করেন। এছাড়া অতিরিক্ত প্রকল্প পরিচালক, সেকায়েপ হিসাবে দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব হিসাবে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তাপ্রসূত বিশেষ প্রকল্প “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ” প্রকল্পের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে প্রকল্প বাস্তাবায়ন কার্যক্রম ত্বরান্বিত করেন। এছাড়াও তিনি অতিরিক্ত সচিব হিসাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি পেয়ে ৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ৬ জুন ২০২৩ তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সৌদি আরব, মালয়েশিয়া, চীন, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তাঁর সহধর্মিণী একজন গৃহিণী এবং তিনি দুই কন্যা সন্তানের গর্বিত পিতা।