Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২১

ওয়াক্‌ফ প্রশাসক

 

আব্দুল্লাহ সজ্জাদ এনডিসি

ওয়াক্‌ফ প্রশাসক, বাংলাদেশ

 

জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৬৭ সালের ১লা জানুয়ারী টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। জনাব আব্দুল্লাহ সাজ্জাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে কৃষি অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপ পরিচালক স্থানীয় সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের এ সকল পদের দায়িত্ব ছাড়াও তিনি উপসচিব ও যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা বিভাগ হিসাবে দায়িত্ব পালন করেন। দাপ্তরিক ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, সিংগাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।


Share with :

Facebook Facebook