Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০১৬

ওয়াকফ প্রশাসনের পরিচিতি

ভূমিকা

বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন একটি ইসলাম ধর্মীয় অনুশাসন ভিত্তিক, সামাজিক কল্যাণকর ও সেবামূলক স্বায়ত্তশাসিত সংস্থা। ১৯৩৪ সালের বেঙ্গল ওয়াক্ফ এ্যাক্টের বলে এ সংস্থার সৃষ্টি হয়। ১৯৬২ সালের ওয়াক্ফ অধ্যাদেশ অনুযায়ী ওয়াকিফের উদ্দেশ্য বাসত্মবায়নসহ ওয়াক্ফ এস্টেটসমূহের তদারকি, নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ সংস্থার মূল লÿ্য। ফলশ্রম্নতিতে ওয়াক্ফ অধ্যাদেশ সংশোধনী আইন ২০১৩ এবং ওয়াক্ফ (সম্পত্তি হসত্মামত্মর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন ২০১৩ প্রনয়ন করা হয়েছে। Services Delivery দ্রম্নত ও কার্যকর করার লক্ষ্য এ কার্যালয়ের ইনোভেটিব কার্যক্রম গ্রহণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ওয়াক্ফ প্রশাসনের অফিস পরিচিতি:

  1. রাইটার্স বিল্ডিং, কলিকাতা।
  2. ১১৬, লোয়ার সার্কুলার রোড, কলিকাতা।
  3. পি-১১৮, মদন স্ট্রিট, কলিকাতা।
  4. ৬/২, মদন স্ট্রিট, কলিকাতা।
  5. ২, চিত্তরঞ্জন এভিনিউ, কলিকাতা।
  6. ১৫, বি, কে গাঙ্গুলি লেন, ঢাকা।
  7. ২, আমিনবাগ, ঢাকা-১৭।
  8. ৩৭, নবাব কাটারা (নিমতলী), ঢাকা-২।
  9. ৪, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০।
  10. ৩৭, নবাব কাটারা (নিমতলী), ঢাকা-২।

 ওয়াক্ফ প্রশাসনের প্রধান কার্যালয়টি ৪নং নিউ ইস্কাটন, ঢাকায় অবস্থিত। এছাড়া ৩৮টি আঞ্চলিক অফিসের মাধ্যমে সারা দেশের কার্যক্রম পরিচালিত হয়। আঞ্চলিক অফিস সমূহে একজন করে পরিদর্শক/হিসাব নিরীক্ষক ও একজন অফিস সহায়ক (এমএলএসএস) পদায়িত আছে।